বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ২০১৫ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। এই ছবির মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি সময় পেলেই ভ্রমণে যেতে পছন্দ করেন তিনি। তবে গুঞ্জন উঠেছে অভিনয় জগত ছেড়ে দিতে পারেন এ অভিনেত্রী।
অভিনয়ের বাইরে সাই পল্লবী একজন ডাক্তার। তিনি ২০১৬ সালে তিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, জর্জিয়া থেকে তার মেডিকেলের পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করে অভিনয়ের ব্যাপক আগ্রহ থেকেই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আসেন।
জানা গেছে, সুচিকিৎসার লক্ষ্যে তিনি ভারতের কোয়েম্বাটুরে একটি হাসপাতাল বানানোর পরিকল্পনা করছেন সাই। হয়তো এ কারণেই সিনেমা থেকে বিদায় নেওয়ার গুঞ্জন উঠেছে অভিনেত্রীর। হাসপাতালটি নির্মাণের পর তার দেখভাল করবেন সাই পল্লবী এবং তার ছোট বোন পূজা। অভিনয় থেকে বিদায় নিয়ে নিজেকে ডাক্তারি পেশায় নিয়োজিত করতে চান ‘প্রেমাম’ খ্যাত এ অভিনেত্রী।
উল্লেখ্য, অভিনেত্রীর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘গার্গী’। মূলত নারীদেরকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।