জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ীয়া এলাকায় সোনিয়া আক্তার নামে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেলেছে হৃদয় নামের এক ছিনতাইকারী। শনিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী নারীর স্বামী রাসেল ছিনতাইকারীকে ধরে ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
রাসেল বলেন, ‘আমি জুতার ব্যবসায়ী। পুরান ঢাকার সুরীটোলায় আমার বাসা। সোনারগাঁওয়ের মাদানী মাদ্রাসা এলাকায় আমার গ্রামের বাড়ি। আজ দুপুরের দিকে সন্তানের জন্য কেনাকাটা করতে গুলিস্তান এসেছিলাম আমরা। বাস থেকে নেমে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে স্ত্রী–সন্তান নিয়ে রাস্তা পারাপারের সময় পেছন থেকে ওই ছিনতাইকারী আমার স্ত্রীর ডানকানের দুল ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। তখন আমিও তাঁর পিছু পিছু দৌড় দিয়ে বিআরটিসি বাস কাউন্টারের সামনে গিয়ে ধরে ফেলি।’
ছিনতাইকারীকে ধরতে গিয়ে বাসের ধাক্কায় আমার ডান কাঁধে ও বাম পায়ে ব্যথা পেয়েছেন বলে জানান রাসেল। তিনি বলেন, ‘মানুষ জড়ো হওয়ার আগেই ছিনতাইকারী হৃদয় আমার সামনেই কানের দুলটি গিলে ফেলে। তারপর সেখানকার টহলরত পুলিশ ছিনতাইকারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসতে বলেন। তখন আমি ছিনতাইকারীসহ আমার স্ত্রী–সন্তান নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসি। পুলিশও পেছন পেছন আসে।’
বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপ–পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার।
তিনি বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি। অভিযুক্ত হৃদয় নামের ছিনতাইকারী বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষে চিকিৎসাধীন। আমরা তাঁর এক্স–রে পরীক্ষা করিয়েছি। চিকিৎসকের পরামর্শে তাঁর পাকস্থলী থেকে কানের দুলটি বের করার প্রক্রিয়া চলছে।’
অভিযুক্ত ছিনতাইকারী হৃদয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন এসআই সুবীর কুমার কর্মকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।