হট প্যান্ট পরে উষ্ণতা ছড়িয়ে তোপের মুখে দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া

বিনোদন ডেস্ক : গত বছরই করুণাময়ী রানী রাসমণি থেকে বিদায় নিয়েছিলেন খোদ রাসমণি ওরফে দিতিপ্রিয়া রায় । তারপর থেকেই নিজের সাজ পোশাকের আমূল পরিবর্তন এনে ফেলেছেন অভিনেত্রী। বর্তমানে রাসমণি সুলভ কোনও বৈশিষ্ট্যই আর বাকি নেই তার মধ্যে। হাবেভাবে, চেহারায়, স্টাইল স্টেটমেন্টে নিজেকে পুরোদস্তুর বদলে ফেলেছেন দিতিপ্রিয়া। সদ্য হট ফটোশুট করে সকলের ঘুম ওড়ালেন অভিনেত্রী।

দিতিপ্রিয়া

শহরজুড়ে শীতের আমেজ। তাপমাত্রা হু হু করে নামছে। তবে হট ফটোশুটে উষ্ণতা বাড়ালেন দিতিপ্রিয়া। অফ হোয়াইট ফুলহাতা টিশার্ট, তার সঙ্গে গাঢ় ধূসর রঙের হট প্যান্ট, ছোট ছোট করে ছাঁটা চুলেও দেখা যাচ্ছে নতুন হেয়ার স্টাইল। এই ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তিনি

দিতিপ্রিয়া

লিখেছেন ‘চোখ’, ‘ম্যাজিক’, ‘রাত’, ‘আলো’, ‘জানুয়ারি’, ‘শীত’, ‘ফ্যাশন’-এর মতো শব্দ। এদিকে দিতিপ্রিয়ার ছবি দেখে নেটিজেনরাও প্রশংসায় ভরিয়েছেন। তবে রাণীমাকে এমন হট অবতারে দেখে অনেকেই হোঁচট খাচ্ছেন। সঙ্গে উড়ে আসছে কটাক্ষ।

দিতিপ্রিয়া

তবে তা নিয়ে বেশ চিন্তিত নন অভিনেত্রী। তিনি আপাতত মন দিয়েছেন তার ফটোশুটে। করুণাময়ী রানী রাসমণি থেকে বেরিয়ে দিতিপ্রিয়া এখন পুরোদস্তুর সিনেমায় অভিনয়ে মন দিয়েছেন। সম্প্রতি ‘বব বিশ্বাস’ এবং ‘অভিযাত্রিক’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া

সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। ধারাবাহিকের গণ্ডি থেকে বেরিয়ে ওয়েব সিরিজ এবং সিনেমাতে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। দিতিপ্রিয়ার নতুন অবতার দর্শকের ভালই লেগেছে। রাসমণির ইমেজ ছেড়ে বেরোতে কোনও কসরত বাকি রাখছেন না তিনি।

ছবিটি জুম করে দেখুন লুকিয়ে আছে ৩টি পেঁচা, খুঁজে দেখুন

দিতিপ্রিয়া রায় বর্তমানে টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি তার কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশনের ধারাবাহিকে অভিনয় করে। ছোট বয়স থেকেই ক্যামেরার সঙ্গে তার সখ্যতা। ব্যস্ততম শুটিং শিডিউল থেকে সময় বের করে নিয়ে ফটোশুট করে ফেললেন দিতিপ্রিয়া।