জুমবাংলা ডেস্ক: রাজধানীসহ সারা দেশে গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমেছিল। কিন্তু টানা গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হওয়ায় আজ বুধবার (১৮ মে) গরম আরও কিছুটা বেশি অনুভূত হতে পারে। দেশের সর্বত্রই এ অবস্থা হতে পারে।
মঙ্গলবার (১৭ মে) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর, কিন্তু বৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হয়েছে গাজীপুরে। আজ বুধবারও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ সংবাদ মাধ্যমকে জানান, রাজধানীতে বৃষ্টির বিষয়টি নির্ভর করছে উত্তরের মেঘমালার ওপর। দেশের উত্তর প্রান্তে বড় মেঘমালা সৃষ্টি হলেই শুধু রাজধানীবাসী বৃষ্টির আশা করতে পারেন। তবে সে সম্ভাবনাও কম।
তিনি আরও বলেন, আজ সারা দেশেই গরম কিছুটা বাড়বে। বৃষ্টির পরিমাণও কমে আসবে। গতকালও বৃষ্টি কম হয়েছে।
বজলুর রশীদ বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে বেশি গরম অনুভূত হয়। এটি গড়ে প্রায় ৭০ শতাংশ এখন। রাজধানীতে আজ সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ, তা বেড়ে ৬০-৭০ শতাংশ হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে তাপ কমার কারণ বৃষ্টিপাত। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় এখানেই, ৩৭ মিলিমিটার।
আজ বুধবার সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আর আবহাওয়াও থাকবে শুষ্ক। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।