বিনোদন ডেস্ক : তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গতকাল (১৩ এপ্রিল)। এ সিনেমা নিয়ে বিজয়ভক্তদের ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স অফিসে হতাশাজনক সংগ্রহ করেছে।
তেলেগু ভাষার অন্যতম বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্টের খবর, চলচ্চিত্র সমালোচক ও দর্শকের কাছ থেকে ‘বিস্ট’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এ কারণে চেন্নাইয়ের বেশির ভাগ প্রেক্ষাগৃহ কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা দেখাতে চাইছে।
দৈনিকটির অনলাইন সংস্করণের দাবি, মুক্তির দিন বিজয়ের বিস্ট’ বক্স অফিসে মাত্র ৩৫ কোটি রুপি সংগ্রহ করেছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, বক্স অফিসে থালাপতি বিজয়ের ‘বিস্ট’-এর শুরুটা ধীর হয়েছে। বিশ্বব্যাপী ছয় হাজার স্ক্রিনে মুক্তি পায় এ সিনেমা। বাণিজ্য পূর্বাভাস প্রথম দিন এ সিনেমা ৬৫ কোটি রুপি (গ্রস) সংগ্রহ করতে পারে।
আজ মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস, এ সিনেমার সাফল্যে ম্লান হবে বিজয়ের সিনেমার গরিমা। প্রথম সপ্তাহান্তে ‘বিস্ট’ সিনেমার ব্যাপক লোকসান হতে পারে।
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এ সিনেমা তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
খবরে প্রকাশ, ১৫০ কোটি বাজেটের এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি। তবে এ সিনেমা নিয়ে বিতর্ক উঠেছে। কুয়েত ও কাতারে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।
বিজয়-পূজা ছাড়াও এ অ্যাকশন-কমেডি ড্রামায় অভিনয় করেছেন যোগী বাবু, অপর্ণা দাস, শাইন টম চাকো, জন বিজয়, ভিটিভি গণেশ, লিলিপুট ফারুকি, অঙ্কুর অজিত বিকলসহ অন্যরা। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel