আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল ৬টি গ্রাম

ঝড়

জুমবাংলা ডেস্ক : আকস্মিক ঝড়ে নেত্রকোনার আটপাড়ার স্বরমুশিয়া ইউনিয়নের ছয়টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এসব গ্রামের দুই শতাধিক কাঁচা ও টিনশেড ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।

ঝড়

সোমবার বেলা ১১টার দিকে ঝড় শুরু হয় বলে স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, স্বরমুশিয়া ইউনিয়নের রামেশ্বপুর, তিলকপুর, দেশিউড়া, অভয়পাশা, পোখলগাঁও ও দুর্গাশ্রম গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ছয়টি গ্রামের অন্তত দুই শতাধিক কাঁচা ও টিনশেড ঘর বিধস্ত হয়েছে। এছাড়া অসংখ্যা গাছপালা উপড়ে যায়। বেশকিছু খুঁটি হেলে পড়ায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

অভয়পাশা গ্রামের জহিরুল ইসলাম সমরাজ বলেন, ঝড়ে আমাদের এলাকাসহ আশপাশের গ্রামগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। কয়েকটি গবাদিপশুও মারা গেছে।

জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা : ফারদিন

আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, ঝড়ে স্বরমুশিয়া ইউনিয়নে বেশ ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।