জুমবাংলা ডেস্ক : কান চলচ্চিত্র উৎসব ২০২২-এ অংশ নেওয়ার কথা ছিল অক্ষয় কুমারের। জানা গিয়েছিল সেখানে বলিউড সুন্দরীদের মতো এবার তিনিও লাল গালিচায় হাঁটবেন। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না হয়তো। কারণ বলিউড খিলাড়ি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বলিউড গণমাধ্যমের বরাতে জানা যায়, কানে অতিথি হয়ে যাওয়ার কথা বলিউড তারকা এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরসহ আরো অনেকেরই। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়, যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি নিমন্ত্রিতদেরও।
২০২১-এর এপ্রিলে প্রথমবার করোনার কবলে পড়েছিলেন অভিনেতা। সমস্ত সতর্কতা মেনে চলা সত্ত্বেও ফের করোনার কবলে তিনি। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই বার্তা অক্ষয়ের, ‘আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালোবাসায় আমি খুব শিগগিরই সেরে উঠব। তা ছাড়া আমি ভালোই আছি। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।