বিনোদন ডেস্ক : মাথায় টোপর, কপালে চন্দন, সিঁথিতে সিঁদূর। লাল টুকটুকে বেনারসির সঙ্গে গায়ে নানা গহনা। একেবারে বধূ বেশ। এমন করে কনে সেজে ভিডিও পোস্ট করেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে পাশে নেই বর।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি এক ওয়েডিং ফটোশুট করেন স্বস্তিকা। সে শুটের ভিডিও তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। তার ক্যাপশনে তিনি লেখেন, বিয়ের প্রস্তুতির সম্পূর্ণ চিত্র। বর নেই, তাই বলে কি সাজুগুজু করব না?’
টলিপাড়ায় ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত স্বস্তিকা। তাকে নিয়ে গুঞ্জনও কম নয়। তবে এসবে কখনোই পাত্তা দেননি তিনি। বরং সিনেমা, সিরিজে অভিনয় করছেন চুটিয়ে। টলিউড থেকে বলিউড, সবখানেই বিচরণ তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্প বয়সে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে স্বস্তিকা বলেছেন, ‘আমার কোনো আফসোস নেই, কারণ আমি যখন ভাবি যে জীবনটা আমি ওই বিয়েটা ছাড়াও কাটাতে পারতাম। আমার মনে হয় তাহলে অন্বেষা (মেয়ে) আমার সঙ্গে থাকত না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।