বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর এই ঘূর্ণন যদি হঠাৎ একেবারে থেমে যায়, তাহলে কী হবে? বিজ্ঞানীরা বলছেন, এটি হলে পৃথিবী এক মহাবিপর্যয়ের মুখে পড়বে এবং জীবনের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
তবে যে বিপর্যয়গুলো ঘটতে পারে এর ঘূর্ণন থেমে গেলে:
সবকিছু প্রচণ্ড গতিতে ছিটকে যাবে
আমরা, ভবন, গাড়ি, নদী, সমুদ্র—পৃথিবীর সবকিছুই হঠাৎ থেমে যাওয়া সত্ত্বেও আগে থেকে পাওয়া গতির কারণে পূর্ব দিকে প্রচণ্ড বেগে ছুটতে থাকবে। এটি একটি ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে।
ভয়ানক সুনামি ও বন্যা হবে
সমুদ্রের পানি দিক পরিবর্তন করে মহাদেশের উপর আছড়ে পড়বে, ফলে ভয়াবহ সুনামি এবং বন্যার সৃষ্টি হবে।
বাতাস হয়ে উঠবে মারাত্মক ঝড়ের মতো
পৃথিবীর বায়ুমণ্ডলও ঘূর্ণনের সাথে চলতে থাকে। কিন্তু যদি পৃথিবী হঠাৎ থেমে যায়, তাহলে বাতাস প্রচণ্ড গতিতে বয়ে যাবে, যা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি করবে।
দিন ও রাতের সময় পরিবর্তন হবে
বর্তমানে পৃথিবী ২৪ ঘণ্টায় একবার ঘুরে যায় বলে আমরা দিন ও রাত পাই। কিন্তু যদি এটি থেমে যায়, তাহলে পৃথিবীর একদিকে টানা ছয় মাস দিন এবং অপর দিকে ছয় মাস রাত থাকবে, যা জলবায়ুর মারাত্মক পরিবর্তন আনবে।
পৃথিবীর চৌম্বকক্ষেত্র দুর্বল হয়ে পড়বে
পৃথিবীর ঘূর্ণনের কারণে এর চৌম্বকক্ষেত্র তৈরি হয়, যা আমাদের সৌরঝড় এবং মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে। ঘূর্ণন থেমে গেলে এই চৌম্বকক্ষেত্র দুর্বল হয়ে যাবে এবং প্রাণীর জীবন হুমকির মুখে পড়বে।
পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমতে পারে, তবে একেবারে থেমে যাওয়ার সম্ভাবনা নেই। বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রতি ১০০ বছরে পৃথিবীর গতি ১.৭ মিলিসেকেন্ড করে কমছে, তবে পুরোপুরি থামতে ১০০ কোটি বছরেরও বেশি সময় লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।