হঠাৎ ঘুম ভেঙে উপদেষ্টা হয়েছেন কেউ কেউ : আলাল

Alal

জুমবাংলা ডেস্ক : হঠাৎ করেই ঘুম ভেঙে কেউ কেউ বর্তমান সরকারের উপদেষ্টা হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দেশ পরিচালনায় অভিজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা।

Alal

রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘বিএনপির ভূমিকা প্রতিপাদ্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বর্তমান সরকার দেশের কল্যাণে অগ্রাধিকারমূলোক কাজ গ্রহণ করতে পারছে না৷ এই সরকারের কারও দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই৷ দেশ পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে বিএনপির৷

সালমান খান যেসব নায়িকাদের ইচ্ছামত ভোগ করে দূরে ঠেলে দিয়েছেন

তাই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।