আন্তর্জাতিক ডেস্ক : অবসর সময় কাটাতে বরাবরই মানুষের প্রিয় গন্তব্য সমুদ্র কিংবা পাহাড়। ভ্রমণপ্রিয় মানুষের আবাসনের ব্যবস্থা করতে পাহাড় ও সমুদ্রের কোলঘেঁষে তৈরি হয়েছে অভিনব সব স্থাপনা। এমনই খাঁড়া পাহাড়ের গা-বরাবর ১ হাজার ৩০০ ফুট উচ্চতায় ঝুলন্ত এক হোটেল তৈরি করা হয়েছে লাতিন দেশ পেরুর কুজকো অঞ্চলের স্যাক্রেড উপত্যকায়।
‘ন্যাটুরা ভাইভ স্কাই লজ’ নামের হোটেলটি দেখতে অনেকটা ক্যাপসুল আকৃতির। এসব ক্যাপসুল পুরোটাই স্বচ্ছ কাচে ঘেরা। চব্বিশ ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্থের একেকটি ক্যাপসুল স্যুটে রয়েছে আটজনের শয়নকক্ষ, একটি ডাইনিং রুম ও একটি বাথরুম। গোপনীয়তা রক্ষায় ব্যবহার করা হয়েছে ভারী পর্দা। বাড়ির কার্নিশের মতোই এ ক্যাপসুলের বাইরে পর্যটকদের সময় কাটানোর জন্য পাহাড়ের ওপর আছে বসার জায়গা।
এখানে পৌঁছানোর জন্যও আছে বিশেষ ব্যবস্থা। যেতে হয় জিপ লাইনের সাহায্যে; কেউ চাইলে চড়তেও পারবেন খাড়া পাহাড়। তাতে কোমরে দড়ি বেঁধে, পাহাড়ের গা বেয়ে চড়তে হবে গুনে গুনে ৪০০ মিটার। নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাপসুলগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম ও পলি কার্বোনেট দিয়ে। এর পর বৈজ্ঞানিক উপায়ে বিশেষভাবে পাহাড়ের ওপর উলম্বভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এদের।
পর্যটকরা এখান থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন। রাতে বেডরুম থেকেই চোখে পড়ে উপত্যকার অপরূপ সৌন্দর্য। এ হোটেলে এক রাত থাকতে বাংলাদেশি মুদ্রায় জনপ্রতি গুনতে হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।