বিনোদন ডেস্ক : মালয়ালম সিনেমার পরিচিত মুখ অভিনেতা টম চাকো মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার রাতে কেরালার কোচিতে একটি হোটেল থেকে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবন, প্ররোচনা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় টম হোটেলের চারতলায় একটি কক্ষে ছিলেন। হোটেল রেজিস্ট্রারে তাঁর নামে রুম বুকিংও পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযান শুরু হলে তিনি হোটেল থেকে পালিয়ে যান। যদিও পরবর্তীতে পুলিশি নোটিশের জবাবে রবিবার সকালে তিনি আইনজীবীসহ হাজির হন এর্নাকুলাম নর্থ টাউন থানায়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর টম চাকো সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি স্বীকার করেছেন যে হোটেলে ছিলেন, তবে দাবি করেন—তিনি বুঝতে পারেননি পুলিশি অভিযান চলছে। ভয় পেয়ে তিনি হোটেল ছেড়েছিলেন বলে জানিয়েছেন।
তাঁর ম্যানেজারের সহায়তায় জামিনের ব্যবস্থা করা হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পান।
উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে টম চাকোর নাম জড়িয়েছিল একটি মাদক মামলায়, যদিও চলতি বছর সে মামলায় তিনি বেকসুর খালাস পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।