হঠাৎ অসুস্থ পরীমনি, কী হলো নায়িকার

পরীমনি

বিনোদন ডেস্ক : ভালো নেই ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। হঠাৎই জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি জানিয়েছেন নায়িকা নিজেই। সেইসঙ্গে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

পরীমনি

আজ শনিবার নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘জ্বর ১০৩!’ এতে বোঝা যাচ্ছে ১০৩ ডিগ্রি জ্বর পরীমণির শরীরে। এ খবর শুনে অনুরাগীদের অনেকেই মন্তব্যের ঘরে নায়িকার সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ জ্বর থেকে সেরে ওঠার টোটকাও দিয়েছেন পরীকে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ‘মা’ সিনেমাটি। বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের পেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে ৭৬তম কান চলচ্চিত্রে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মেও প্রিমিয়ার হতে যাচ্ছে মা’র।

মা’য়ের গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। এ সিনেমাতে মায়ের চরিত্রে রূপদান করেছেন পরীমনি।

কক্সবাজারের স্থলভাগে মোখা, বাতাসের গতি ৮০ কিমি

পরীমনি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।