বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করার জন্য হটস্পট চালু করা হয়। হটস্পট চালু করলে আপনার ফোনের ইন্টারনেট আরেকজন ব্যবহার করতে পারবেন। হটস্পটের মাধ্যমে নেট শেয়ার করে ল্যাপটপ, ট্যাব সহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা সম্ভব।
প্রতিটি ফোনের হটস্পটের একটি নিজস্ব নাম থাকে। এবং সেই নামের মাধ্যমেই অন্য কোনও ফোনের মাধ্যমে কানেক্ট করা সম্ভব। ফোন কেনার সময় প্রতিটি মডেল নাম দিয়েই ফোনের হটস্পট থাকে। কিন্তু সেক্ষেত্রে অনেকেই নাম পরিবর্তন করতে ইচ্ছুক থাকেন। কারণ, আলাদা করে হটস্পট চেনা সম্ভব হয় অন্যদিকে নিজের পছন্দের নাম হটস্পটে দেওয়া যায়। কিন্তু হটস্পটের নাম পরিবর্তনের প্রক্রিয়াটি অনেকের অজানা।
হটস্পটের নাম ও পাসওয়ার্ড বদলাবেন যেভাবে
পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। এবং কয়েকটি সাধারণ ধাপ মেনে চললেই এই পুরো কাজটি করতে পারবেন।
দেশের জনপ্রিয় ১৫টি মোবাইল ফোন ব্র্যান্ড
* প্রথমে ফোনের সেটিংস অপশন ওপেন করুন।
* সেখানে রয়েছে WiFi এবং Hotspot Settings। ওই অপশনে ট্যাপ করতে হবে। এবং সেখানে অনেকগুলি অপশন দেখা যাবে। সেখানেই থাকবে আপনার Hotspot এর বর্তমান নাম। সেই নামটি ডিলিট করে আপনার পছন্দমতো নতুন নাম দিন।
* এরপর সেভ করুন।
* সেভ অপশনে ট্যাপ করলেই নতুন Hotspot নাম সেভ হবে। এবং পরবর্তীতে ওই নামই সব জায়গায় দেখাবে।
এছাড়াও একই উপায়ে আপনার প্রিয় স্মার্টফোনের ডিভাইস নেম-ও পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে খুব সাধারণ কয়েকটি বিষয় মেনে চলতে হবে। প্রথমে সেটিংসে গিয়ে About Phone অপশন ট্যাপ করুন। সেখানে ডিভাইস নেম সিলেক্ট করুন। এবং পছন্দের নাম দিয়ে সেভ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।