আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও বছরের সবচেয়ে ছোট মাস হল ফেব্রুয়ারি। বসন্তের সময়। বিশ্বজুড়েই বসন্তের প্রতি মানুষের অমোঘ টান থাকে। হাড় কাঁপানো শীত কমে আলতো গরমের ছোঁয়া। শুষ্ক প্রকৃতির ফের রঙিন হয়ে ওঠা। ঝরাপাতা গাছে কচি পাতার উঁকিঝুঁকি। এই মনোরম মাসটিই এখন বিশ্ববাসীর ঘুম কেড়ে নিচ্ছে। কারণ এক নতুন রেকর্ড গড়তে চলেছে চলতি ফেব্রুয়ারি মাস।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে গরম ফেব্রুয়ারি হতে চলেছে। ২০২৩ সালেই ফেব্রুয়ারি মাসের গরম চিন্তায় ফেলেছিল বিশ্ববাসীকে। এবার তার চেয়েও অনেক বেশি গরম রেকর্ড হয়েছে বিশ্বের নানা প্রান্তে।
এর কারণ হিসাবে ২টি বিষয়কে তুলে ধরছেন বিশেষজ্ঞেরা। একটি হল মানুষের নিজের হাতে তৈরি করা বিশ্ব উষ্ণায়ন। মানুষের লাগাতার ভুলের জেরে এখন বিশ্বের প্রতিটি কোণার মানুষ চরম গরম ভোগ করছেন।
দ্বিতীয় কারণটি হল এল নিনো প্রভাব। সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি যে পরিবেশের ওপর প্রভাব ফেলবে তা স্বাভাবিক। কারণ বিশ্বের অধিকাংশটাই জল।
সেই জল গরম হওয়া মানে তার সরাসরি প্রভাব পড়ছে প্রকৃতির ওপর। তার জেরেও পারদ চড়ছে। বিশ্ব উষ্ণায়ন ও এল নিনো, এই জোড়া ফলায় এবার উষ্ণতম ফেব্রুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব।
অনেকের প্রশ্ন ফেব্রুয়ারিতেই যদি এই পরিস্থিতি হয় তাহলে এপ্রিল, মে, জুন মাসে কি হবে? এখন থেকেই সে কল্পনা করে শিউরে উঠছেন বিশ্ববাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।