বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি : বিয়ের তিন মাস ছয় দিনের মাথায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের গালমন্দ ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তনুশ্রী রায় নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে শহরের বনগ্রাম এলাকায় স্বামীর বাসভবন এবি ভিলা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

Manikganj

এ ঘটনায় নিহতের বাবা দীনবন্ধু রায় বাদী হয়ে সদর থানায় অভিযোগ দিলে স্বামী অতুনু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দক্ষিণ চৈল্লা গ্রামের তনুশ্রী রায়ের সঙ্গে পৌর এলাকার বনগ্রাম এলাকার অতুনু বিশ্বাসের গত ৩ অক্টোবর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তার মেয়ে তনুশ্রী রায়ের সঙ্গে অকথ্য ভাষায় গালাগালিজসহ প্রতিনিয়ত মানসিক নির্যাতন চালাত। বিষয়টি তার মেয়ে তাকেসহ তার মাকে অবহিত করত। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক মানসিক নির্যাতনসহ গলায় দড়ি নিয়ে মরার কথা আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানাত। তখন আমি আমার মেয়েকে ধৈর্য ধরতে বলতাম। সর্বশেষ নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর বাড়িতে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করে তনুশ্রী। তার মেয়ের জামাই নিজে ফোন করে আমার ছেলে বিপুল রায়কে বিষয়টি জানায়।