আন্তর্জাতিক ডেস্ক : সরকারি সহায়তার অর্থ হাতে পেয়েই প্রেমিকদের নিয়ে পালালেন ১১ গৃহবধূ। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি ভারত সরকারের সহায়তা স্কিম আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন প্রায় ২ হাজার ৩৫০ জন নারী। ৪০ হাজার রুপি ( বাংলাদেশি মুদ্রায় ৫৬ হাজার ৩২০ টাকা) পেয়েছেন প্রত্যেকে। তার পরেই জানা যায়, প্রেমিকদের সঙ্গে নিয়ে বাড়ি ছেড়েছেন ১১ জন গৃহবধূ। থানায় এসে ওই ১১ জন বধূর স্বামী অভিযোগ দায়ের করার পরে পালানোর ঘটনাগুলো প্রকাশ্যে আসে।
এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশও। ১১ বধূর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ। তবে এই প্রথমবার নয়। গত বছরও একইভাবে টাকা পেয়ে প্রেমিকদের সঙ্গে ঘর ছেড়েছিলেন চার গৃহবধূ। সেবার ৫০ হাজার রুপি নিয়ে পালিয়েছিলেন তাঁরা।
আবাস যোজনার আওতায় গ্রামীণ এবং শহুরে এলাকায় নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র নাগরিকদের বাড়ি তৈরিতে সাহায্য করে ভারতের কেন্দ্রীয় সরকার। গ্রামীণ এলাকায় সরাসরি দরিদ্র নাগরিকদের বাড়ি তৈরির টাকা দেওয়া হয়। যা ভারতের প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ হিসাবে পরিচিত। আবার করোনাকালে শহর এলাকায় নিম্ন মধ্যবিত্তদের জন্য পিএম আবাস যোজনা (শহর) চালু করা হয়। তবে সেই প্রকল্প এখন বন্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।