আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে রোববার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনে হামলার পর লোহিত সাগরে হুথিদের করা প্রথম হামলা এটি।
ওই ক্ষেপণাস্ত্রটিকে মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। লোহিত সাগরে জাহাজ চলাচলে কয়েক সপ্তাহের হামলার পর শুক্র ও শনিবার হুথিদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার হুথিরা ইউএসএস ল্যাবুন নামে একটি ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা করেছিল।
এটি লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কাজ করছিল। ওই ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগরের বন্দর শহর হোদেইদা থেকে এসেছিল। শহরটি দীর্ঘদিন ধরে হুথিদের দখলে ছিল। এএফপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।