বিনোদন ডেস্ক : তাঁকে প্রতি দিন ‘সাথী’ সিরিয়ালে দেখেন দর্শক। বৃষ্টি চরিত্রেই দর্শকের কাছে পরিচিত অভিনেত্রী অনুমিতা দত্ত। এক মাস হল ফিরেছেন হাসপাতাল থেকে। শুটিংয়ের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কঠিন অসুখের পরও কীভাবে ১৪ ঘণ্টা শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী? কী হয়েছিল তাঁর?
তাঁর কথায়, “গত তিন মাস ধরে আমার জ্বর ছিল। তখন তেমন ভাবে বুঝতে পারিনি। শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ি। রক্তচাপের সমস্যা হয়। হৃদ্স্পন্দন বেড়ে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। চিকিৎসক বলেন মাইল্ড স্ট্রোক হয়েছে। আমার নিউমোনিয়া ধরা পড়ে। সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।” প্রায় এক মাস বাড়িতে থাকতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু বাড়িতে থাকতে একদমই পছন্দ করেন না অনুমিতা। তাই প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে বিশেষ ব্যবস্থা নেন নায়িকা।
কয়েক ঘণ্টার জন্য মাত্র কয়েকটি দৃশ্যের শুটিংয়ের জন্য তিনি সকালে স্টুডিয়োয় যেতেন। তার অনেক আগে স্তনে টিউমর হয়েছিল অনুমিতার। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। প্রয়োজন হয়নি, ওষুধে এখন অনেকটাই সু্স্থ অনুমিতা। আবারও কাজে ফিরেছেন। তবে চিকিৎসকের পরামর্শে কড়া নিয়মের মধ্যে রয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “শারীরিক ভাবে যতই অসুস্থ হই না কেন, মানসিক ভাবে আমি একদম সুস্থ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।