বিনোদন ডেস্ক : জুহি পারমার। তিনি ‘কুমকুম’ নামেই পরিচিত। ২০০২ সালে ভারতের স্টার প্লাস চ্যানেলের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম’র নাম ভূমিকায় অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। একতা কাপুর প্রযোজিত পারিবারিক এই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে গেঁথে গিয়েছিলেন তিনি। জুহির প্রাণোচ্ছল স্বভাব, অভিনয় দক্ষতা দর্শকের নজর কেড়েছিল।
এ ধারাবাহিকটি ভারতীয় ইতিহাসেরও অন্যতম সিরিয়ালে পরিণত হয়। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রচার হয় এটি। ‘কুমকুম’-এর পরে আরও অনেক ধারাবাহিকে কাজ করেন জুহি। কিন্তু দর্শক সেই চরিত্রের জন্যই তাকে মনে রেখেছে। দীর্ঘ সাত বছর ‘কুমকুম’-এ অভিনয় করেন তিনি।
পাশাপাশি একাধিক রিয়ালিটি শোয়ে সঞ্চালনাও করেছেন। ২০০৯ সালে অভিনেতা শচীন শ্রফের সঙ্গে ঘটা করে বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক শেষমেশ টেকেনি। বিয়ের ৯ বছর পরেই তাদের পথ আলাদা হয়। জুহি এবং শচীনের একটি মেয়ে আছে। নাম সামাইরা। তাকে ঘিরেই আবর্তিত এখন জুহির জীবন। শচীন দ্বিতীয় বিয়ে করলেও জুহি বিয়ে করেননি। কাজের অভাব জুহির কখনোই হয়নি। পারবারিশ, এফআইআর-এর মতো ধারাবাহিকে অভিনয় করেন তিনি। বিগ বস-এ অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন।
কাজ এবং সংসার, দুই-ই একহাতে সামলাচ্ছেন জুহি। নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন তিনি। তবে দীর্ঘ বিরতি দিয়ে বর্তমানে আবারো পর্দায় ফিরেছেন এ অভিনেত্রী। অ্যামাজন মিনি টিভির জন্য ‘ইয়ে মেরি ফ্যামিলি’ নামক একটি পারিবারিক সিরিয়ালে অভিনয় করছেন তিনি। এর সিজন থ্রি এসেছে বর্তমানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।