জুমবাংলা ডেস্ক : ট্রেনের জানালা থেকে মোবাইল ছিনতাই হয়। এমন ঘটনা প্রায়ই শোনা যায়। এবার সরাসরি সেই দৃশ্য দেখা গেল চট্টগ্রাম স্টেশনে। তবে মোবাইল ছিনতাই করতে পারেনি ছিনতাইকারী। ছিনতাই করে নিয়ে গেছে একটি মোবাইলের কভার।
ঘটনাটা খুলেই বলা যাক, মোবাইল ছিনতাই হয় কি না- এমনটি পরীক্ষা করার জন্য চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনের জানালায় শুধু মোবাইলের কাভার ধরে রাখেন এক যাত্রী। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করেছে। এমন সময় আলো আঁধারীতে ছিনতাইকারী মোবাইল মনে করে ছোঁ মেরে নিয়ে গেল কভারটি। পুরো ভিডিওটি ধারণ করেন মাহমুদুল হাসান রাহাত নামের অপর এক যাত্রী।
ভিডিওটি সামাজিকমাধ্যমে প্রকাশের পর ছড়িয়ে পড়েছে। সেখানে অনেকেই তাদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন।
ভিডিওটি প্রকাশ করে রাহাত বলছেন, প্লাটফর্ম ছাড়ার সাথে সাথেই এই ঘটনা। অনেকদিন যাবত এদেরকে খেয়াল করছি। কেউ কোনও উদ্যোগ নিচ্ছে না বলেই তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে পরেছে। স্থান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
নানা সময়েও খবরে আসে ট্রেনের জানালার কাছে মোবাইলে কথা বলার সময় কিংবা ভিডিও করার সময় ছিনতাই হয়। এবার সেটার বাস্তব দৃশ্য দেখা গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।