আলিয়া-কন্যা রাহা বয়স মাত্র ১৬ মাস, সে কিভাবে করল এমন কাজ?

raha

বিনোদন ডেস্ক : আলিয়া এবং অভিনেতা রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের বর্তমান বয়স ১৬ মাস। ২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয়েছে তাঁর। মুম্বইয়ের এক বেসরকারী হাসপাতালে বেলা ১২টা নাগাদ রাহার জন্ম হয়। সেই থেকে লোকচক্ষুর আড়ালেই থেকেছে সে।

raha

৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এ দিন এক দারুণ পোস্ট করেছেন বলিউড তারকা আলিয়া ভাট। একটি লাল রঙের হৃদয় পোস্ট করেছেন আলিয়া। এবং তিনি বলেছেন, সেই লাল হৃদয় তাঁকে তৈরি করে দিয়েছেন এক ‘ছোট্ট উওম্যান’। সেই পোস্টে কারও নাম করেননি আলিয়া। সেই পোস্টের সারমর্ম, “আমার ছোট্ট উওম্যান (ছোট্ট মহিলা) এটা তৈরি করে দিয়েছে আমাকে। আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সেই আনন্দটুকু। আমার সমস্ত মহিলাদের জানাই, হ্যাপি উওম্যান্স ডে। এক মিনিট নিজের মতো বের করে নিয়ে দিনটা পালন করুন আপনারা। প্রতিদিন এই উদযাপন করুন।”

কারও নাম না করে এই পোস্টের নীচে আলিয়ার অনুগামীরা লিখেছেন, “সেই ছোট্ট মহিলা কি রাহা?” একজন লিখেছেন, “একজন ছোট্ট মহিলা কীভাবে এমন সুন্দর জিনিস তৈরি করতে পারেন।”

আলিয়া এবং অভিনেতা রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের বর্তমান বয়স ১৬ মাস। ২০২২ সালের ৬ নভেম্বর জন্ম হয়েছে তাঁর। মুম্বইয়ের এক বেসরকারী হাসপাতালে বেলা ১২টা নাগাদ রাহার জন্ম হয়। সেই থেকে লোকচক্ষুর আড়ালেই থেকেছে সে। কথা ছিল, দু’বছর পর রাহাকে সকলের সামনে আনবেন আলিয়া-রণবীর। কিন্তু সকলকে চমকে দিয়ে ২০২৩ সালের বড়দিনে কাপুরদের ক্রিসমাস লাঞ্চের দিন নীল চোখের রাহাকে প্রকাশ্যে আনেন রণবীর-আলিয়া।

গৃহকর্মীর সঙ্গে যা করলেন রজনীকান্ত (ভিডিও)

সদ্য অম্বানীদের বাড়ির প্রাক বিয়ের অনুষ্ঠানে রাহার সঙ্গে একই ছিটের তৈরি জামা পরে প্রথমবার ছবি শেয়ার করেছেন আলিয়া। সেই ছবি পোস্ট হতেই মা-মেয়েকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটমহল।