কিছু দিন আগেই শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের সঙ্গে বাগ্দান সম্পন্ন হয়েছে সানিয়া চন্দোকের, যিনি এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে। এত দিন অর্জুনের প্রেমের খবর কখনও প্রকাশ্যে আসেনি, তাই অনেকের কাছেই এই সম্পর্ক ছিল চমকের মতো। তবে জানা গেছে, অর্জুন ও সানিয়ার পরিচয়ের সূত্রপাত হয়েছে টেন্ডুলকার পরিবারেরই একজনের মাধ্যমে। আর তিনি আর কেউ নন— অর্জুনের বোন সারা টেন্ডুলকার।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সানিয়া সারার খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা দীর্ঘদিন ধরেই একে অপরকে চেনেন। কিছুদিন আগে সারা নিজের পিলাটে স্টুডিয়ো চালু করার সময় সানিয়াকে সবসময় পাশে থাকতে দেখা গেছে, যদিও অর্জুন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বিভিন্ন ছবিতে সারার সঙ্গে সানিয়াকে একসঙ্গে দেখা গিয়েছে, যা তাদের বন্ধুত্বের গভীরতার ইঙ্গিত দেয়।
সানিয়া চন্দোক সম্পর্কে বলা হয়, তিনি লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবার হোটেল ও খাদ্য শিল্পের সঙ্গে জড়িত এবং দুটি নামী আইসক্রিম ব্র্যান্ডেরও মালিক। তবে সানিয়ার বাবা গৌরব চন্দোকের সঙ্গে রবি ঘাইয়ের সম্পর্ক খুব একটা ভাল নয় বলে জানা যায়।
সানিয়া পড়াশোনা করেছেন মুম্বইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এরপর তিনি লন্ডন স্কুল অফ ইকনমিকস থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি লাভ করেন ২০২০ সালে। দেশে ফিরে আসার পর নিজেই ব্যবসা শুরু করেন। পশুপ্রেমী সানিয়া মুম্বইয়ে ‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ নামে একটি পোষ্য পরিচর্যা কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে পোষা প্রাণীদের যত্ন ও পরিষেবা দেওয়া হয়।
অর্জুন টেন্ডুলকারের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বইয়ের হয়ে ২০২০-২১ মৌসুমে, হরিয়ানার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। জুনিয়র পর্যায়ে মুম্বইয়ের হয়ে খেললেও সিনিয়র দলে নিয়মিত হতে না পারায় পরে তিনি গোয়ার হয়ে খেলতে শুরু করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অর্জুন ১৭ ম্যাচে করেছেন ৫৩২ রান, যার মধ্যে একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। বল হাতে তিনি নিয়েছেন ৩৭টি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।