বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিজের ফোনে আড়ি পাতা থাকতে পারে অনেকের। কোনো ব্যক্তি আড়ি পাতছেন কিনা, তা স্মার্ট ডিভাইস ব্যবহারকারী বুঝতেও পারেন না অনেক সময়। বহু অ্যাপ ও ফোন অপারেটিং সিস্টেমের লোকেশন-ট্র্যাকিং ফিচার ব্যক্তি নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে ফোনে আড়ি পাতার মাধ্যমে হ্যাকাররা জানতে পারে গোপন সব তথ্য। তা ছাড়া ব্যাংকিংবিষয়ক তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। স্ক্যামাররা নানা কৌশলে স্মার্টফোন হ্যাক করে। আর একবার ফোন হ্যাক হলে সব কথাবার্তা চলে যায় স্ক্যামারদের নিয়ন্ত্রণে। কীভাবে বুঝতে পারবেন স্মার্টফোন থেকে কল ফরওয়ার্ড হচ্ছে কিনা।
যা বুঝতে পারবেন সহজেই। ফোনের কলবুকে গিয়ে ডায়াল করতে হবে (*#61#) নম্বর। তখন কল ফরওয়ার্ড বিষয়ক সব তথ্যই দৃশ্যমান হয়ে ভেসে উঠবে পপ আপে। জানতে পারবেন কোন কোন বিষয় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কলের মতো মেসেজ আর ডেটাও কিন্তু ফরওয়ার্ড হওয়ার শঙ্কা থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।