বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্ব বাণিজ্যিক জগতের অন্যতম নাম ইলন মাস্ক। সাম্প্রতিক সময় ইলন জানালেন তার প্রতিদিনের কাজের কথা। তিনি জানান কীভাবে তিনি তার পাঁচটি কোম্পানি চালান। বস্তুত ইলন মাস্ক টেসলা, স্পেসএক্স, টুইটার, নিউরালিংক, এবং বোরিং কোম্পানির মতো সফল ৫টি কোম্পানির মালিক। তিনি প্রতিদিন বহু ঘন্টা ব্যয় করেন তার ৫ টি কোম্পানি চালানোর জন্য।
টুইটার প্রধান ইলন মাস্ক বলেন অটোমোবাইল-কারমেকার টেসলা, স্পেস ভেঞ্চার স্পেসএক্স, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার, ব্রেন রিসার্চ নিউরালিংক এবং হাইপারলুপ মোবিলিটি দ্য বোরিং কোম্পানির মতো সংস্থা চালাতে তার প্রতিদিন প্রচুর পরিশ্রম করতে হয়।
তিনি তার নতুন টুইটে তার পুরো দিন কীভাবে কাটান তা বর্ণনা করেছেন। তিনি বলেন যে তিনি সারা দিন কাজ করেন, তারপরে বাড়িতে গিয়ে কাজের সিমুলেটর খেলেন। তার এই টুইট এখন পর্যন্ত 7.5 মিলিয়ন এর বেশি ভিউ ও 115.2 হাজার লাইক এবং 7,066 রিটুইট পেয়েছে। বহু নেটিজেন তাকে বিরতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এর মাঝে বেশ কিছু কটাক্ষ যুক্ত প্রতুত্তরও এসেছে তাঁর ওই টুইটে। eve6 নামে একজন টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে উল্লেখ করে বলেছেন যে টুইট করাও কাজ যা এইলন প্রায়শই করে থাকেন।
ইলন রিভ মাস্ক সম্পর্কে কিছু তথ্য
ইলন রিভ মাস্ক বা ইলন মাস্ক হলেন একজন বিখ্যাত ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। ইলন জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এবং মাত্র ১৮ বছর বয়সে কানাডায় স্থায়ী ভাবে চলে যান। মাস্ক তাঁর মায়ের জন্য কানাডার নাগরিকত্ব পান।
এরপর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। ইলন তাঁর ভাই কিম্বলের সঙ্গে অনলাইন সিটি গাইড সফটওয়্যার কোম্পানি Zip2 প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে মাস্ক প্রতিষ্ঠা করেন X.com, একটি সরাসরি ব্যাঙ্ক। যা পরবর্তিতে Paypal-এর রূপ নেয়।
এরপর তিনি মহাকাশ বিষয় SpaceX এবং বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক Tesla-এর সঙ্গে যুক্ত হন। 2022 সালে, 44 বিলিয়ন ডলারে তাঁর Twitter অধিগ্রহণ তাঁকে আরও সংবাদের শিরোনামে নিয়ে আসে। ইলন তার দীর্ঘ এবং কঠোর পরিশ্রমী জীবনের জন্য পরিচিত। আগেও তিনি বহুবার তার কর্মজীবনের কথা তুলে ধরেছেন সকলের সামনে। Tesla ফ্যাক্টরিতে রাতে মাটিতে শুয়ে কাটানোর থেকে মাত্র ছ’ঘন্টা ঘুমানো সবই তুলে ধরেছেন ইলন মাস্ক।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।