আন্তর্জাতিক ডেস্ক : ফোর্বসের তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান। তাঁর স্থান আদানির ঠিক পরেই। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বের দশ ধনীতমের তালিকায় ভারতের দুই শিল্পপতি। একজন মুকেশ আম্বানি এবং অপরজন গৌতম আদানি। সম্প্রতি গৌতম আদানি এশিয়ার বৃহত্তম ধনকুবেরের মুকুট ছিনিয়ে নিয়েছেন। তার আগে এটি ছিল মুকেশ আম্বানির দখলে।
ফোর্বস এবং ব্লুমবার্গ উভয় তালিকা অনুযায়ী বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি গৌতম আদানি। মুকেশ আম্বানির স্থান কত?
ফোর্বসের তালিকায় দুই ধাপ এগিয়ে এসেছেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান। মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের সপ্তম ধনীতম ব্যক্তি। অর্থাত্ তাঁর স্থান আদানির ঠিক পরেই। এতদিন নবম স্থানে ছিলেন। ব্লুমবার্গের তালিকায় আম্বানি অষ্টম স্থানে রয়েছেন।
আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির নেট ওয়ার্থ ১০৫.৮ বিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার।
এক নম্বর স্থানে অটল রয়েছেন টেসলা-স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর নেট ওয়ার্থ ১৯৩ বিলিয়ন মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।