বিনোদন ডেস্ক : যার এক হাসিতেই কুপোকাত সবাই, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের আজ জন্মদিন। বৃহস্পতিবার (১৫ মে) ৫৭ বছরে পা রাখলেন এই ‘ধক ধক গার্ল’। ৬০ ছুঁই ছুঁই বয়সেও সৌন্দর্য ও স্টাইলের দিক থেকে তিনি এখনও সমানভাবে জনপ্রিয়।
মাধুরী দীক্ষিতের জন্ম ও পরিবার
১৯৬৭ সালের ১৫ মে মহারাষ্ট্রে মারাঠী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মাধুরী দীক্ষিত। তার বাবার নাম শঙ্কর দীক্ষিত এবং মায়ের নাম স্নেহলতা দীক্ষিত। মুম্বাই শহরের আদি বাসিন্দা এই পরিবারে মাধুরী একমাত্র সন্তান নন; তার আরও দুই বোন ও এক ভাই রয়েছে।
মাধুরী দীক্ষিতের বলিউডে অভিষেক
১৯৮৪ সালে রাজশ্রী প্রোডাকশনের নাট্যধর্মী সিনেমা ‘অবোধ’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাধুরী দীক্ষিতের। এরপর দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
ছোটবেলা থেকেই নাচের প্রতি মাধুরীর আগ্রহ
মাত্র তিন বছর বয়স থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল মাধুরীর। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন প্রশিক্ষিত ও পেশাদার কত্থক নৃত্যশিল্পী। অভিনয়ের পাশাপাশি তার নৃত্যদক্ষতাও সমানভাবে প্রশংসিত হয়েছে।
মাধুরী দীক্ষিতের শিক্ষাজীবন ও উচ্চশিক্ষার পরিকল্পনা
মুম্বাইয়ের আন্ধেরির ডিভাইন চাইল্ড হাইস্কুলে পড়াশোনা করেন মাধুরী দীক্ষিত। বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি তিনি নাটকসহ বিভিন্ন অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করতেন।
একজন মাইক্রোবায়োলজিস্ট হওয়ার ইচ্ছে ছিল তার। সেই লক্ষ্যে তিনি মুম্বাইয়ের ভিলে পার্লের সাথায়ে কলেজে বিএসসি-তে মাইক্রোবায়োলজি নিয়ে ভর্তি হন। তবে কোর্স শুরুর ছয় মাস পরই পড়াশোনা বন্ধ করে পুরোপুরি চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।
কীভাবে শুরু হলো অভিনয়জীবন?
দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই নতুন কিছু করার ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাধুরীর মনে। ঠিক সেই সময় রাজশ্রী প্রোডাকশন তাদের সিনেমা ‘অবোধ’-এর জন্য নতুন মুখ খুঁজছিল। আর সেখানেই সুযোগ পান মাধুরী। বাকিটা ইতিহাস।
মাধুরী দীক্ষিতের ব্যক্তিগত জীবন
মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে পেশায় একজন চিকিৎসক। স্বামীর কর্মসূত্রে তিনি দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন এবং তখন সম্পূর্ণভাবে সংসারেই মনোনিবেশ করেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে— অরিন ও রায়ান।
পুরস্কার ও সম্মাননা
মাধুরী দীক্ষিত তার অভিনয় ক্যারিয়ারে ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী-তে ভূষিত হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।