আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের মাটির তাপমাত্রা পর্যবেক্ষণ করেছে ভারতের মহাকাশযান বিক্রম। পর্যবেক্ষণ করে সেই তাপমাত্রার একটি গ্রাফ পৃথিবীতে পাঠিয়েছে যানটি। রোববার (২৭ আগস্ট) ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এক্সে (টুইটারের নতুন নাম) সেই গ্রাফ প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, চাঁদের দক্ষিণ মেরুর মাটির তাপমাত্রা হিসেব করে বের করেছে চন্দ্রযান ৩। এর মধ্য দিয়ে চাঁদের এই তথ্য প্রকাশ করা প্রথম দেশের তকমা পেল ভারত। চাঁদের মাটির গভীরের তাপমাত্রা জেনেছে ল্যান্ডার বিক্রম।
Chandrayaan-3 Mission:
Here are the first observations from the ChaSTE payload onboard Vikram Lander.ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) measures the temperature profile of the lunar topsoil around the pole, to understand the thermal behaviour of the moon's… pic.twitter.com/VZ1cjWHTnd
— ISRO (@isro) August 27, 2023
ইসরোর প্রকাশিত গ্রাফ থেকে জানা যায়, মাটির ১০ সেন্টিমিটার গভীরের তাপমাত্রাও বের করতে সক্ষম হয়েছে ভারতীয় যান। এই তাপমাত্রা পরিমাপ করেছে চন্দ্রাস সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট। এতে তাপমাত্রা মাপার ১০টি সেন্সর রয়েছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্তা ইসরোর গ্রাফ মতে, চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। মাটির ৭০ মিলিমিটার গভীরে চাঁদের তাপমাত্রা হিমাঙ্ক ছুঁয়ে ফেলে। আরও ১০ মিলিমিটার গভীরে গেলে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা।
৪০ দিনের যাত্রার পর ভারতের ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’ ভারতীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে। এর মধ্য দিয়ে চাঁদে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।
২০১৯ সালের ‘চন্দ্রযান-২’ মিশন সফল হতে না পারলেও এবার ‘চন্দ্রযান-৩’ নিয়ে বড় প্রত্যাশায় ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। সফল হওয়ায় ভারতজুড়ে আনন্দের বন্যা বইছে।
চাঁদের মাটিতে নামার পর সেখানে হেঁটেছে ভারতের পাঠানো রোভার প্রজ্ঞান। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম থেকে বের হয়ে এটি সেখানে ঘুরে বেড়াতে শুরু করে। এরই মধ্যে প্রজ্ঞানের হাঁটার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
Chandrayaan-3 Mission:
🔍What's new here?Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole 🌗! pic.twitter.com/1g5gQsgrjM
— ISRO (@isro) August 26, 2023
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, চাঁদের বুকে ৮ মিটার হেঁটেছে রোভার প্রজ্ঞান। বিক্রম যেখানে নেমেছে, সেই শিব শক্তি পয়েন্টেই হেঁটেছে এটি।এরই মধ্যে পর্যবেক্ষণ শুরু করেছে ভারতের মহাকাশযান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।