আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কারাগারে বন্দী পাকিস্তানের বহুল আলোচিত স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর সাথে অবশেষে সাক্ষাৎ করেছেন তার বোন ড. ফৌজিয়া সিদ্দিকী।
সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোনের সাথে সাক্ষাতের পর ড. ফৌজিয়া সিদ্দিকী এক ভিডিওবার্তায় এ বিষয়ে কথা বলেছেন।
ওই ভিডিওতে তিনি জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে মার্কিন কারাগারে বন্দী তার বোন ড. আফিয়া সিদ্দিকীর অবস্থা আগের চেয়ে বেশ খারাপ। ফৌজিয়া সিদ্দিকী বলেছেন, ‘আফিয়ার অবস্থা বর্ণনার ভাষা আমার জানা নেই। তাকে আরো একবার একই অবস্থায় রেখে আসলাম।’
দুই বোনের বহুল কাঙ্ক্ষিত এ সাক্ষাতে একজন অন্যজনকে ছুঁয়ে দেখতে পারেননি। কাঁচের দেয়ালের দু’পাশে দু’জন দাঁড়িয়ে সাক্ষাৎ সম্পন্ন করেছেন।
ড. ফৌজিয়া সিদ্দিকী বলেন, ‘সাক্ষাৎ শেষে আমি খুবই দুঃখ অনুভব করেছি। আমি পাকিস্তানি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে- আফিয়ার মুক্তির জন্য আপনারা কিছু করুন।’
ড. ফৌজিয়া সিদ্দিকীর আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথ বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ড. ফৌজিয়া অবশেষে আজ তার বোন ড. আফিয়ার সাথে দেখা করেছেন।
তিনি আরো লিখেছেন, সাক্ষাতের সময় দুই বোনের একে অপরকে ছুঁয়ে দেখারও অনুমতি ছিল না। সাক্ষাতের মুহূর্তে ড. আফিয়া সিদ্দিকী দুঃখে কান্না করছিলেন।
উল্লেখ্য, গতকাল ড. আফিয়া সিদ্দিকীর সাথে তার বোনের সাক্ষাতের বিষয়টি নির্ধারিত হওয়া সত্ত্বেও মার্কিন কারা কর্তৃপক্ষ সাক্ষাতের সুযোগ দেয়নি। অবশেষে আজ কাঁচের দেয়ালের দুই পাশে দাঁড়িয়ে দুই বোনকে সাক্ষাতের সুযোগ দিলো।
সূত্র : ডেইলি জংগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।