বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও নায়ক শরিফুল রাজ দম্পতির প্রথম ঈদ এটি। বিয়ের পর দুজন প্রথম ঈদে ভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন।
পরীমনির ইচ্ছা ছিল কক্সবাজারে প্রথম ঈদ করবেন। জীবনসঙ্গীর আশা পূরণ করেছেন রাজ। ঈদের আগের দিনই সমুদ্র সৈকতে চলে গেছেন এই জুটি।
এ দম্পতি উঠেছেন সমুদ্র শহর কক্সবাজার হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে। পরী তার অফিশিয়াল ফেসবুক থেকে সেই রিসোর্টের ভেতরকার বেশকিছু ছবি আপলোড করেছেন।
নানা শামসুল হক এবং স্বামী রাজের আরও একটি ছবি আপলোড করে লিখেছেন ‘ঈদ মোবারক’।
ছবি দেখে বোঝা যাচ্ছে, জমিয়ে ঈদের আনন্দ করছেন দুজনে। বিবাহিত জীবনের প্রথম ঈদটা আমুদেই কাটছে পরীর।
ঈদের ছুটি কাটিয়ে শিগগির ঢাকায় ফিরবেন রাজ-পরী। কদিন পরেই নতুন অতিথি আসবে পরী-রাজের জীবনে।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে একে-অপরের প্রেমে পড়েন রাজ-পরী। পরে বিয়ে করেন তারা, পরী জানান তার অন্তসত্বা হওয়ার খবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।