বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : নকশায় অনেকটা পরিবর্তন এনেছে গুগল ম্যাপ। তবে নতুন এই নকশা ভালো লাগেনি আগের ডিজাইনার এলিজাবেথ লারাকির। গতকাল বুধবার এক এক্স পোস্টে তিনি এ বিষয়ে মতামত জানান।
এলিজাবেথ লারাকি বলেন, ‘১৫ বছর আগে গুগল ম্যাপের নকশা করতে আমি সাহায্য করেছিলাম। এখনও আমি প্রতিদিন এটি ব্যবহার করি। গত সপ্তাহে নাটকীয়ভাবে ম্যাপের ভিজ্যুয়াল নকশা পরিবর্তন করে টিম। এটা একদমই পছন্দ হয়নি আমার।’
লারাকি আরও লিখেছেন, ‘নতুন নকশাটি খুব একটা সহজও হয়নি। রঙের ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। সমস্ত রাস্তা এখন ধূসর রঙের। পানির রঙ নীল থেকে বদলে টিল (নীল–সবুজের মিশেল) করা হয়েছে। পার্ক এবং খোলা জায়গা করেছে মিন্ট গ্রিন।’
ব্যবহারযোগ্যতা বাড়ানো এবং মানচিত্রগুলো আরও সহজ করাই গুগল ম্যাপের লক্ষ্য ছিল। মূল সড়ক ও যানজট এখন আরও বেশি দৃশ্যমান হয়েছে। তবে পানি আর খোলা জায়গার রং মিশে গেছে বলে মনে করেন লারাকি।
ডিজাইনার লারাকি আরও বলেন, সাধারণের ব্যবহারযোগ্যতা বাড়ানোর যে লক্ষ্য ছিল টিমের তা খুব একটা কার্যকর হয়নি। বর্তমানে প্রায় ১১টি ভিন্ন উপাদান এটিকে অস্পষ্ট করে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।