যেভাবে প্রেমে পড়েন ইজাবেলা ও ক্রিকেটার কুরান

বিনোদন ডেস্ক : প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ইংল্যান্ডের ‌‘গোল্ডেন বয়’খ্যাত খেলোয়াড় স্যাম কুরান। তাঁর প্রেমিকা ইজাবেলা সাইমন্ডস উইলমট পেশায় একজন অভিনেত্রী। শিল্পী ও এই ক্রিকেটারের আছে কুসুম ওম ভালোবাসা। আজ (১৫ অক্টোবর) ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিনে থাকছে কুরানের প্রেম ও প্রেয়সীর গল্প—

ইজাবেলা সাইমন্ডস উইলমট দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থিয়েটারের সঙ্গে। ২০১৯ সালে এক্সটার বিশ্ববিদ্যালয় থেকে তিনি নাট্যকলায় স্নাতক পাশ করেন। থিয়েটারের পাশাপাশি গান, এমনকি নাচেও পারদর্শী ২৫ বছর বয়সী এই তরুণী।

ইতোমধ্যে বেশকিছু শর্টফিল্মে অভিনয় করতে দেখা গেছে ইজাবেলাকে। পাইনওড স্টুডিওর প্রযোজনায় তাজ আইয়ুবের নির্মাণে ‘রোজ বিটুইন টু হর্নস’ ও ‘মাঙ্কি মেকার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘পিএএম’ নামের একটি প্রজেক্টে অভিনয়ের পাশাপাশি দিয়েছেন নির্দেশনাও। যুক্ত ছিলেন প্রযোজনাতেও।

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ইজাবেলা। প্রাণীদের জন্য একটি সংগঠনে কাজ করেন তিনি। ইনস্টাগ্রামে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয়তা তাঁর।

২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে ইজাবেলা-কুরানের প্রেমের বিষয়টি। বর্তমানে দুজনকে প্রায়ই একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় বিভিন্ন দর্শনীয় স্থানে। এমনকি মাঠে যখন ব্যাট-বলে দাপটের সঙ্গে উত্তাপ ছড়ান কুরান, তখন তাঁকে উৎসাহ দিতে গ্যালারিতে দেখা যায় ইজাবেলাকে। ২০১৯ সালে আইপিএল চলকালে ভারতেও এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী।

সংবাদ সংস্থা ডিএনএ’র বরাতে জানা যায়, ইজাবেলার সঙ্গে কুরানের পরিচয় একটি অনুষ্ঠানে। ভিড়ের মধ্যেই একে অপরে মুগ্ধ হন তাঁরা। তারপর থেকে প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু। ধীরে সেই সম্পর্ক গড়িয়েছে প্রেম-ভালোবাসায়।

প্রসঙ্গত, ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড়দের প্রথম সারিতে আছেন স্যাম কুরান। খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ম্যান অব টুর্নামেন্টের স্বীকৃতি পেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।