আরও কতদিন থাকবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

জুমবাংলা ডেস্ক : দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ ওপর সক্রিয় থাকায় দেশের উত্তরাঞ্চলে আরও থেকে দুই থেকে তিন দিন ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাসের শেষ অথবা আগামী মাসের শুরু পর্যন্ত সারাদেশে কমবেশি বৃষ্টি থাকতে পারে। আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবীদ মনোয়ার হোসেন বলেন, চলতি মাসের মেয়ে অথবা আগামী মাসের শুরুতে মৌসুমি বায়ু বিদায় নেবে। ততদিন পর্যন্ত কমবেশি বৃষ্টি হবে সারা দেশে। তবে বৃষ্টিপাত হলে ও বাতাসের আদ্রতা বেশি থাকায় গরম আপাতত কমছে না। সে হিসেবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাদেশে বৃষ্টির আভাস