বিনোদন ডেস্ক : তাঁর সুর মানেই বাড়তি আগ্রহ শ্রোতাদের। সিনেমায় তার গান রাখা হয় দর্শককে আকৃষ্ট করতে। অনেক সিনেমার ভাগ্যই বদলে দিয়েছেন ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট ও ঐতিহাসিক গান। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সংগীত পরিচালকও তিনি।
এক গানেই ৩ কোটি রুপি!
ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘মা তুজে সালাম’-খ্যাত সংগীত পরিচালক এ আর রহমান এক গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমার জন্য তার পারিশ্রমিক ৮-১০ কোটি রুপি পর্যন্ত হতে পারে। মোটা অঙ্কের এই পারিশ্রমিকের কারণে তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১৭০০ কোটি রুপি।
এ আর রহমান সর্বশেষ ‘ছাবা’ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে, আর গানগুলোও বেশ প্রশংসিত হয়েছে।
এছাড়া তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন।
এছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রতিটি গানের জন্য ১০ লাখ রুপিরও বেশি পারিশ্রমিক নেন। একইভাবে মিকা সিং, বাদশাহ ও নেহা কক্কর-ও প্রায় একই পরিমাণ আয় করেন।
এ আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় ১১০০% বেশি, যা তাকে ভারতের সংগীত দুনিয়ায় অন্য সবার চেয়ে অনেক এগিয়ে রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।