বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। যশ-খ্যাতির পাশাপাশি অঢেল সম্পদের মালিক হয়েছেন এই নায়ক। আর যা কিছু অর্জন করেছেন তার সবই ফিল্মি দুনিয়া থেকে।
শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪৬.৫ মিলিয়ন। সিনেমার প্রচার বা বিজ্ঞাপনের জন্য এ মাধ্যমকে ব্যবহার করে থাকেন। বাণিজ্যিক কাজে ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন এই অভিনেতা।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ২০২০ সালে শাহরুখ খান ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য ৮০ লাখ থেকে ১ কোটি রুপি নিতেন। মাঝের কয়েক বছরে শাহরুখ খানের জনপ্রিয়তা ও প্রভাব আরো বেড়েছে। সাধারণভাবে ইনস্টাগ্রাম পোস্টের জন্যও অর্থের পরিমাণ বাড়িয়েছেন তিনি। এখন প্রতি পোস্টের জন্য শাহরুখ খান ১ কোটি রুপির বেশি নিয়ে থাকেন।
দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।