মিস ইউনিভার্স হয়ে কত কোটি পেয়েছিলেন সুস্মিতা? এখন কত টাকার মালিক জানেন

বিনোদন ডেস্ক : সুস্মিতার কথায়, তিনি আরও ভাল ছবি পেতে পারতেন। যদিও বর্তমানে তিনি চুটিয়ে কাজ করছেন। একের পর এক ওটিটি সিরিজ হিট। যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। বাড়ছে বয়স, যদিও কাজের প্রতি তাঁর খিদে বিন্দুমাত্র কমেনি।

susmitaa

কেরিয়ারের শুরু থেকেই সুস্মিতা সেন সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। ভারতের বুকে তিনি সফল মডেল হিসেবেই প্রাথমিকভাবে পরিচিতি পেয়েছিলেন।

১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া-এর প্রতিযোগিতায় জয় লাভ করেন এবং পরবর্তীতে মিস ইউনিভার্স সেই একই বছরে ঘোষিত হন তিনি।

তারপর থেকে আর তাঁকে ফিরে তাঁকাতে হয়নি। প্রথম বাঙালি যে মিস ইউনিভার্সের মুকুট পরেছিলেন। ফলে সকলের নজরে রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন তিনি।

এই প্রতিযোগিতায় জিতে তিনি মোট ১.৮ কোটি টাকা পেয়েছিলেন। পাশাপাশি পরেছিলেন বিশ্বখ্যাত মুকুট। তারপর থেকে বিজ্ঞাপন, ম্যাগাজিনের কভার পাতা ও সিনেমা থেকে নিত্য মিলত ডাক।

যদিও তাঁর ঝুলিতে ছবির সংখ্যা যে বিস্তর এমনটা নয়। বরাবরই ছবির প্রস্তাব পাওয়া নিয়ে আক্ষেপ করতে দেখা গিয়েছে তাঁকে। সুস্মিতার কথায়, তিনি আরও ভাল ছবি পেতে পারতেন।

যদিও বর্তমানে তিনি চুটিয়ে কাজ করছেন। একের পর এক ওটিটি সিরিজ হিট। যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। বাড়ছে বয়স, যদিও কাজের প্রতি তাঁর খিদে বিন্দুমাত্র কমেনি।

তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৫ কোটি টাকা। অন্যান্য বলিউড সেলেবদের তুলনায় অনেকটাই কম, তবে টাকার অঙ্ক বর্তমানে বেশ বাড়ছে। কারণ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি।

সুস্মিতাকে মুম্বই আনতে চাকরি ছাড়েন তাঁর প্রথম প্রেমিক, নেটপাড়ার প্রশ্ন ‘তিনি কোথায়’?

বর্তমানে বেশ কিছু ছবির প্রস্তাবও রয়েছে তাঁর ঝুলিতে। তবে বেছে বেছে কাজ করায় বিশ্বাসী তিনি বরাবর। আর সেই কারণেই এখন অনেক বেশি কাজ সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন।