এ বছর রিজার্ভ থেকে কত ডলার বিক্রি হলো

Dollar

জুমবাংলা ডেস্ক : রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রিজার্ভ থেকে নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৯৮০ কোটি বা ৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৩৩৮ কোটি ডলার বিক্রি করা হয়েছিল।

Dollar

এ সময়ে বাজার থেকে কিছু ডলার কেনা হয়েছিল। চলতি অর্থবছরে সোয়াপ পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪৯৩ কোটি ডলার সংগ্রহ করা হয়। এসব ডলার বাদ দিয়ে রিজার্ভ থেকে নিট বিক্রির হিসাব করা হয়েছে।

বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ, আমদানি দায় সমন্বয় এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয় বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।