জুমবাংলা ডেস্ক : দেশে বর্তমানে ২ হাজার ৯৩টি পোশাক কারখানা চালু রয়েছে। বন্ধ আছে কেবল একটি। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায় সেনাবাহিনী।
ব্রিফিংয়ে জানানো হয়, গত এক মাসে গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৬৭টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী। এছাড়া সারা দেশে নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০০ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৪০৫ জনকে।
এতে আরও বলা হয় উদ্ধার করা হয়েছে ২৮টি অবৈধ অস্ত্র ও ৪২৪ রাউন্ড গুলি। সচিবালয়ের আগুন নাশকতা কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এসব তথ্য জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।