লাইফস্টাইল ডেস্ক : ছোটবেলায় ঢুলে ঢুলে কে না পড়েছে—পৃথিবীর তিন ভাগ জল, আর এক ভাগ স্থল। তো আদতে জল ও স্থলের অনুপাত হিসাব করলে, তা এর কাছাকাছিই হবে। পৃথিবীর উপরিতলের ৭১ শতাংশ জলবেষ্টিত। বাকিটা স্থল। এই বিপুল জলরাশির কতটুকু ব্যবহার করতে পারে মানুষ?
ভেবে দেখতে গেলে মনে হতে পারে, পুরোটাই তো, নাকি? উত্তর হচ্ছে— না। ন্যাশনাল জিওগ্রাফিক জানাচ্ছে—বরফ আচ্ছাদিত অংশ বাদ পড়ে যায় এমনিতেই। এ ছাড়া নোনা পানিই বেশি।
ফলে পৃথিবীর মোট জলরাশির মাত্র আড়াই শতাংশ মানুষের ব্যবহারযোগ্য। তবে সেটুকুরও নাগাল মানুষ পায় না।
মানুষের নাগালের মধ্যে রয়েছে পৃথিবীর মোট জলরাশির মাত্র ১ শতাংশ। বিজ্ঞানীরা তো আর এমনি এমনি বলেননি যে, আর যদি কোনো বিশ্বযুদ্ধ হয়, তবে তা পানির জন্য হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।