বিনোদন ডেস্ক : বছর ঘুরে আবারও আসছে রোজার ঈদ। দর্শককে উৎসবের আমেজে রাঙাতে টিভি চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো নানা ধরনের আয়োজন করছে। সেখানে তারকারা নিজের সেরা অভিনয় তুলে ধরার মধ্য দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে গেছেন। এ ঈদে তরুণ অভিনেত্রীদের কাজের দিকে নজর থাকবে দর্শকের। ঈদ আনন্দের কুশীলবদের নিয়েই এই আয়োজন
তাসনিয়া ফারিণ
আকবর হায়দার মুন্নার ‘স্মৃতিস্মারক’সহ আরও দুটি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হবেন নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া এসআর মজুমদারের ‘স্বপ্নে দেখা দিনগুলো’ টেলিছবিতে থাকছেন এই অভিনেত্রী। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ অনুষ্ঠানেও গান গাইবেন তিনি। ‘রঙিলা’ শিরোনামে দ্বৈত এ গানে তাঁর সঙ্গে রয়েছেন তাহসান খান। আজ মন খুশি মন উর্বশী মন ঊর্মিলা/হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা…এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।
ফারিণ বলেন, ‘ওয়েবের কাজে এখন বেশি সময় দিচ্ছি। এ কারণে টিভির জন্য ঈদের কাজ করেছি হাতেগোনা। তিনটি নাটক এবার প্রচার হবে। সঙ্গে থাকছে টেলিছবিও। পাশাপাশি ঈদের ইত্যাদিতে থাকছে আমার গান। আর একটি কথা না বললেই নয়। ‘ইত্যাদি’ দেখে দেখেই বড় হয়েছি। আমার ভালোলাগার একটি অনুষ্ঠান। এরকম একটি অনুষ্ঠানে গাইতে পেরে খুবই ভালো লাগছে। গানটি ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে, ভিন্ন ধরনের গান হয়েছে। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের মন ভরাবে।’
সাবিলা নূর
মারুফ হোসেনের পরিচালনায় ‘কুমিরের দরজা’,অনন্য ইমনের ‘দূষিত এ শহরে’, ‘মুখোমুখি অন্ধকার’, রুবেল হাসানের ‘মনের কোলাহল’ নাটকে থাকবে সাবিলা নূরের উপস্থিতি। এ নাটকগুলোতে তাঁর বীপরীতে যথাক্রমে অভিনয় করেছেন খাইরুল বাশার,সুদীপ বিশ্বাস,ইয়াশ রোহান ও জিয়াউল ফারুক অপূর্ব। সাবিলা নূর বলেন, ঈদের নাটক ও টেলিছবি নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ থাকে তুঙ্গে। সবাই পছন্দের অভিনয়শিল্পীর কাছে থেকে ভালোকাজ দেখতে চান। এ কারণে চেষ্টা করেছি বেশ যত্ন নিয়ে কাজ করতে। দর্শকের ভালো লাগলে আমাদের এ চেষ্টা সার্থক হবে। দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন।
ইয়াশ রোহান
একসময় ওয়েবে ব্যস্ততা থাকলেও বর্তমানে টিভি নাটকে একটু বেশিই সময় দিচ্ছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান।‘মুখোমুখি অন্ধকার’,‘শেষ কিছু দিন’সহ আরও কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
ইয়াশ রোহান বলেন, ‘ঈদে নাটক ও টেলিছবি মানেই দর্শকের জন্য বাড়তি বিনোদন। চেষ্টা করেছি সাধ্যমতো অভিনয় করতে। আশা করছি আমার অভিনীত নাটকগুলো দর্শক পছন্দ করবেন।’
সাদিয়া আয়মান
‘তবুও আমার হও’,‘মন জড়াবো’, ‘তোরই ঘরে’,‘অবেলায়’,‘শেকল’ নাটকগুলোতে রয়েছেন সাদিয়া আয়মান। অভিনেত্রী বলেন,‘ঈদে দর্শকের প্রত্যাশ পূরণ করতে বরাবরের মতো অসাধারণ গল্পের কিছু নাটকে অভিনয় করেছি। আশা করছি, আমার অভিনীত কাজগুলো দর্শকের ঈদ আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।’
তৌসিফ মাহবুব
ঈদে ইমরাউল রাফাতের ‘ম্যাচ মেকার’, জাকারিয়া সৌখিনের ‘লাভ রেইন’ এবং ‘মায়বতী’, ‘বরযাত্রী’, ‘শেকল’সহ আরও কিছু নাটকে ভিন্নধর্মী চরিত্র দিয়ে দর্শক মাতাবেন তৌসিফ মাহবুব।
এ অভিনেতা বলেন, ‘বেশ আগে থেকেই নাটকে অভিনয় শুরু করেছি। নতুন-পুরোনো মিলিয়ে ১৮টির মতো নাটক প্রচার হবে ঈদে। এ আয়োজনে কত বেশি নাটকে কাজ করেছি, সেটি আমার কাছে মুখ্য নয়, ক’টি ভালো নাটক প্রচার হলো, সেটিই বড় বিষয়। চেষ্টা করেছি নতুন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হতে। গৎবাঁধা চরিত্র নয়, নতুন কিছু চরিত্রে আমাকে দর্শক দেখতে পাবেন।’
কেয়া পায়েল
এবারের ঈদে কেয়া পায়েল হাজির হচ্ছেন বেশ কিছুনাটক নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘উড়াল পাখি’, ‘সুন্দরী’ ও ‘শেষ ভালোবাসা’।
তিনি বলেন, ‘ঈদ উৎসবে টেলিছবি নয়,নাটকেই মনোযোগ দিয়েছি বেশি। দর্শক ঈদে নানা ধরনের গল্পের নাটক দেখতে চান। তাদের কথা মাথায় রেখেই ভিন্নধর্মী কিছু গল্পে অভিনয় করেছি। সবাই এর আগে আমাকে ঈদে রোমান্টিক গল্পের নাটকে বেশি বেশি দেখেছেন। তবে এবার দর্শক ভিন্ন স্বাদের কিছু কাজ দর্শক উপহার পেতে যাচ্ছেন। যে কাজগুলো দর্শক অনেকদিন মনে রাখবেন। চরিত্রে বেশ নতুনত্ব রয়েছে; যা দর্শকের ভালো লাগবে।’
তানজিম সাইয়ারা তটিনী
‘মায়াবতী’,‘শেষ কিছুদিন, ‘তোমার জন্য মরতে পারি’, ‘দ্য লাস্ট ট্রেন’ নাটক নিয়ে ঈদে আসছেন তানজিম সাইয়ারা তটিনী। এ অভিনেত্রী ভাষ্য,‘ঈদ নাটকের জন্য দর্শক সবসময় অপেক্ষা করেন। ভালো কাজ আশা করেন। আমার ক্যারিয়ার বেশি দিনের নয়। এই সময়ে দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাতেই আমি মহাখুশি। বেশ কয়েকটি কাজ নিয়ে এ ঈদে থাকছি দর্শকের সঙ্গে। ঈদের কাজের ক্ষেত্রে কাজের মানের বিষয়টি প্রাধান্য দিয়েছি। কারণ, ঈদে দর্শকের প্রত্যাশার চাপ বেশি থাকে। সামনে আরও ভালোকাজ দিয়ে দর্শকের মন জয় করতে চাই।
নাজনীন নাহার নীহা
তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। অল্প সময়ে অভিনয় দিয়ে দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। ঈদে টিভি পর্দায় তাঁর উপস্থিতি না থাকলেও ইউটিউব চ্যানেলেথাকছে সরব। ইমরাউল রাফাতের ‘ম্যাচ মেকারস’, জাকারিয়া সৌখিনের ‘লাভ ইন’, মিজানুর রহমান আরিয়ানের ‘যখন তখন’নাটকে তাঁকে দেখা যাবে। এ নাটক তিনটিতে তাঁর বীপরীতে যথাক্রমে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান। এ নাটকগুলোতে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন তিনি। নীহা বলেন, ‘ঈদে অনেক বেশি নাটকে অভিনয় করতে হবে– এটা আমি মনে করি না। কম নাটক দিয়ে দর্শকের মন জয় করতে পারলে সেটাই সার্থকতা। ঈদ আয়োজনে দর্শক যে ধরনের নাটক দেখতে চায়, তেমনই তিনটি নাটকে থাকবে আমার উপস্থিতি।’
আরও কিছু….
টেলিভিশন নাটকে শীর্ষ অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী। দিন দিন ছোট পর্দার কাজ তিনি কমিয়ে দিচ্ছেন। ঈদে তেমন কোনো কাজ করেননি তিনি। হাতেগোনা দু-একটি ও পুরোনো শুটিং করা কিছু কাজ থাকছে এই ঈদে। লম্বা সময় ধরে ছোট পর্দায় একচেটিয়া জনপ্রিয়তা পাওয়া অভিনেতাদের মধ্যে ওপরের দিকেই রয়েছে জিয়াউল ফারুক অপূর্বর নাম। ঈদে তাঁকে দেখা যাবে ‘স্বপ্নে দেখা দিনগুলো’ টেলিছবিতে। অনেক দিন ধরেই টিভি নাটকে অনিয়মিত জাকিয়া বারী মম। ভালো গল্প ও চরিত্র পেলেই রাজি হচ্ছেন নাটকে অভিনয় করতে। তবে চেষ্টা করেন বিশেষ দিবস উপলক্ষে ছোট পর্দায় দর্শকের সামনে হাজির হতে। আসছে ঈদে পাঁচটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যে ‘শিলাবৃষ্টির শরবত’ নামের নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকটি নিয়ে আশাবাদী মম। এর গল্প ও নির্মাণ দুর্দান্ত মনে হয়েছে তাঁর। মম বলেন, ‘শিলাবৃষ্টির শরবত নামটা অদ্ভুত। নাটকটা করতে গিয়ে নতুন করে অনেক কিছু শিখতে পেরেছি। আবুল হায়াতের সঙ্গে কাজ করা মানেই নতুন কিছু শেখার সুযোগ। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে এ নাটক করতে গিয়ে। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
ওটিটিসহ নানা মাধ্যমের কাজে ব্যস্ততা বাড়ায় ঈদে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, জাহিদ হাসান, রুনা খান, জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশার মতো তারকার উপস্থিতি টিভি পর্দায় কম থাকবে। তবে নতুন নাটকে কাজ না করলেও অনেকেরই পুরোনো কিছু কাজ প্রচার হবে।
অন্যদিকে মীর সাব্বির, মনোজ প্রামাণিক, নিলয় আলমগীর,সজল নূর, মুশফিক ফারহান, নিলয় আলমগীর, খায়রুল বাসার, ফারহান আহমেদ জোভান, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, পাভেল, মারজুক রাসেল, জাহের আলভী, শাশ্বত দত্ত, আরশ খান, তানজিন তিশা, সাফা কবির, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি, পারসা ইভানা, ফারজানা ছবি, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, অহনা, আরশ খান, ফারিয়া শাহরিন,মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, তানিয়া বৃষ্টি, রুকাইয়া জাহান চমক, সামিরা খান মাহির মতো অভিনয়শিল্পীর থাকবে সরব উপস্থিতি। তাদের মধ্যে কোনো কোনো অভিনয়শিল্পীকে ডজন খানেকেরও বেশি নাটকে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।