স্পোর্টস ডেস্ক : আগে থেকেই ধারণা ছিল এবারের ব্যালন ডি’অর জিতবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা লিওনেল মেসি। অবশেষে সেটিই সত্য হলো। কাতার বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া মেসি অনেকটা প্রত্যাশিত উপায়েই ফুটবল বিশ্বের অন্যতম সেরা ব্যক্তিগত সম্মাননা ব্যালন ডি’অর জয় করেছেন। ১৯৫৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার সবচেয়ে বেশিবার জিতেছেন এই আর্জেন্টাইন।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে তুলে দেওয়া হয় তার অষ্টম ব্যালন ডি’অর ট্রফি। ক্লাব জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকা হালান্ড এবং ফরাসি তারকা এমবাপ্পেকে হারিয়ে এই পুরস্কার জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। যদিও মেসির এবারের ব্যালন ডি’অর জয় নিয়ে সাবেক অনেক ফুটবলারই তীব্র সমালোচনা করেছেন।
নিজের অষ্টম ব্যালন ডি’অর মেসি জিতেছেন বেশ বড় ব্যবধানে। পুরস্কার প্রদানের কয়েক দিন পর প্রকাশিত হয় পয়েন্ট তালিকা। সেই তালিকায় দেখা যাচ্ছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালান্ড থেকে ১০৫ পয়েন্ট বেশি পেয়েছেন মেসি। আর এমবাপ্পের থেকে ১৯২ পয়েন্ট বেশি পেয়েছেন তিনি।
৪৬২ পয়েন্ট নিয়ে ২০২৩ ব্যালন ডি’ অর জিতেছেন মেসি। হালান্ড পেয়েছেন ৩৫৭ পয়েন্ট, তৃতীয় স্থানে থাকা এমবাপ্পে পেয়েছেন ২৭০ পয়েন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।