মাওলানা নোমান বিল্লাহ : একজন মুসলিমের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজ সময়মতো না পড়লে রয়েছে ভয়াবহ শাস্তির ঘোষণা। কেউ নামাজে অলসতা করলে তাকেও জাহান্নামের শাস্তির কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
পাঁচ ওয়াক্ত নামাজে মোট ১৭ রাকাত ফরজ ও ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা রয়েছে। সুন্নতে মুয়াক্কাদা হলো যা না পড়লে গুনাহ হবে। এছাড়া সুন্নতে যায়েদা ও নফল নামাজও রয়েছে। সুন্নতে যায়েদা হলো যা পড়লে অনেক সওয়াব হবে কিন্তু ছেড়ে দিলে কোনো গুনাহ নেই। নিম্নে প্রত্যেক ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা বর্ণনা করা হলো।
ফজর
ফজরের নামাজ ৪ রাকাত প্রথমে ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। এরপর ২ রাকাত ফরজ। ফজরের সময়ে অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এর অতিরিক্ত নামাজ পড়া মাকরুহ। ফজর নামাজের প্রথম দুই রাকাত সুন্নত নামাজ অনেক গুরুত্বপূর্ণ। কোনোভাবে এটা ত্যাগ করা উচিত নয়।
জোহর
জোহরের ফরজ নামাজ মোট ১২ রাকাত উল্লেখ করা হয়। প্রথমে ৪ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। এরপর ৪ রাকাত ফরজ। এরপর ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা ও ২ রাকাত নফল।
আসর
আসরের নামাজ ৮ রাকাত। প্রথমে ৪ রাকাত সুন্নতে যায়েদা এরপর ৪ রাকাত ফরজ। আসরের ফরজ নামাজের পর কোনো নামাজ পড়া মাকরুহ।
মাগরিব
মাগরিবের নামাজ ৭ রাকাত। প্রথমে ৩ রাকাত ফরজ। তারপর ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। এরপর কেউ কেউ ২ রাকাত নফল পড়ে থাকেন।
এশা
এশার নামাজ কেউ ১৫ আবার কেউ ১৭ রাকাত পড়ে থাকেন। প্রথমে ৪ রাকাত সুন্নতে যায়েদা। পরে ৪ রাকাত ফরজ। এরপর ২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা রয়েছে। যেহেতু এশার পরেই বিতর নামাজের সময় শুরু হয় তাই অধিকাংশ মুসল্লি এশার পর ৩ রাকাত বিতর পড়ে থাকেন। এরপর ২ রাকাত নামাজ বসে আদায় করেন। কেননা রসুলুল্লাহ (সা.) এশার পর বিতর পড়লে পরে দুই রাকাত বসে আদায় করতেন। যারা ১৭ রাকাত আদায় করেন তারা বিতরের আগে ২ রাকাত নফল আদায় করেন।
পাঁচ ওয়াক্ত নামাজে ফরজগুলো সবাইকে আদায় করতে হবে। যতই বিপদে থাকুক বা অসুস্থ হোক না কেন। কোনোভাবে ছুটে গেলে যত দ্রুত সম্ভব কাজা আদায় করতে হবে।
১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায়ে সচেষ্ট হতে হবে। অসুস্থ হলে বা সফরে থাকলে না আদায় করলেও চলবে। কোনো কারণে ছুটে গেলে কাজা আদায় করার সুযোগ নেই। তবে আলেমগণ ফজরের দুই রাকাত সুন্নত সূর্যোদয়ের ১২/২৩ মিনিট পর কাজা করার সুযোগ আছে বলে উল্লেখ করে থাকেন। এছাড়া জোহরের প্রথম ৪ রাকাত সুন্নত ফরজ পড়ার পর আদায় করার সুযোগ আছে বলেও আলেমগণ মত দেন। এছাড়া কোনো ফরজ নামাজ কাজা করার সময় সুন্নত কাজা করা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।