স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর ১৮ বছর পেরিয়ে গেছে। দিনে দিনে বাড়ছে এই বিশ্বকাপ নিয়ে উম্মাদনা। ২০০৩ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কাউন্টি ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেট চালু করার চার বছর পর ২০০৭ সালে শুরু হয় ২০ ওভারের এই বিশ্বকাপ। এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম এক টুর্নামেন্টে ৫৫টি খেলছে। যা আইসিসি’র ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হওয়া টুর্নামেন্ট।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন তিনটি দল খেলছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও উগান্ডা প্রথমবার খেলছে বিশ্বকাপ। ২০২২ সাল পর্যন্ত আটটি টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড জিতেছে দু’টি করে শিরোপা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার হাতে শিরোপা উঠেছে একবার করে।
২০২১ সালের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা অধরা থাকলেও সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। অপরদিকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাজয় বরণ করে কিউইরা।
২০২১ সালে ওয়ার্নার এবং মার্শের ফিফটির সুবাদে কিউইদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ‘প্রথম’ টি-টোয়েন্টি শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।