বিনোদন ডেস্ক : ক্রিকেটের প্রতি চিত্রনায়িকা জাহরা মিতুর দারুণ প্রেম। সিনেমার নায়িকা হওয়ার আগে ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি। এখনও সেই প্রেম কমেনি একটুও। সাকিব-তামিমরা খেললে ছুটে যান মাঠে কিংবা বসে পড়েন টিভির সামনে। তাদের চার-ছক্কায় উচ্ছ্বসিত হন, হাততালি দেন।
সেই মিতু যখন ক্রিকেটবিষয়ক গল্পে অভিনয় করার প্রস্তাব পান, সেটা তাঁর জন্য সোনায় সোহাগার মতোই! গল্প পড়ে ভালো লাগার পর আর কোনো কথাই নেই। নীরবে মিতু প্রস্তুতি নিতে থাকেন ক্রিকেটার হওয়ার মিশনে।
ধানমন্ডির একটি ক্লাবে এক কোচের অধীনে সাত দিনের মতো ট্রেনিংও করেন। যার ফলে কিছুদিন হাত-পা নাড়াতে পারেননি তিনি। ব্যথা নিয়ে থাকতে হয়েছে বিশ্রামে। ‘জার্সি নম্বর ১৬’ ফিল্মের জন্য এমন প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা জানান নায়িকা মিতু।
সম্প্রতি শেষ হয়েছে এ ছবির শুটিং। মিতু বলেন, ‘ক্রিকেট সব সময়ই আমার ভালোবাসার একটা জায়গা জুড়ে আছে। এ ছবির গল্প গড়ে উঠেছে মূলত প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের ক্রিকেটার হওয়ার সংগ্রাম নিয়ে। চরিত্রটি ফুটিয়ে তুলতে সব ধরনের পরিশ্রম করেছি। ক্লাবে ট্রেনিং নিয়েছি, ক্রিকেটারদের আচার-আচরণ কেমন হয় তা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। অবশেষে সম্প্রতি শুটিং শেষ করলাম।’
শাজাহান সৌরভের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে মিতুর বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর।
অন্যদিকে মিতু অভিনীত ‘কুস্তিগির’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। শাহিন সুমন পরিচালিত এই সিনেমায় তাঁর সহশিল্পী বাপ্পী চৌধুরী। এছাড়াও শাকিবের বিপরীতে ‘আগুন’ সিনেমায় কাজ শেষ করেছেন।