বিনোদন ডেস্ক : অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেন চান্দু মন্ডেটি। গত ৭ ফেব্রুয়ারি ১ হাজার ৭০০ পর্দায় মুক্তি পায় সিনেমাটি।
সিনেমাটি মুক্তির পর পাইরেসির কবলে পড়ে। দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তারপরও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ওঠানামা করছে আয়ের গ্রাফ। গত ৪ দিনে কত টাকা আয় করেছে এই সিনেমা?
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘থান্ডেল’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ২০.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১৬ কোটি রুপি, তৃতীয় দিনে ১৪ কোটি রুপি, চতুর্থ দিনে ৭ কোটি রুপি। ৪ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি ৪৮ লঅখ টাকার বেশি)।
স্যাকনিল্ক জানিয়েছে, ৪ দিনে ‘থান্ডেল’ ভারতে আয় করেছে ৪২.৬ কোটি রুপি, বিদেশে আয় করেছে ১০ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫২.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৩ কোটি ৬২ লাখ টাকার বেশি)।
চলতি বছরে তেলেগু ভাষার ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে ‘গেম চেঞ্জার’ (৯০ কোটি রুপি), চতুর্থ অবস্থানে রয়েছে ‘থান্ডেল’।
কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘থান্ডেল’ সিনেমার কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত করেন নির্মাতা। কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।