বিনোদন ডেস্ক : হলিউড সিনেমার মহোৎসবের মাঝে কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে যাচ্ছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। এ বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।
এদিকে সর্ব মহলে প্রশ্ন উঠেছে কানাডা ও আমেরিকায় ‘প্রিয়তমা’ সিনেমা কত টাকা আয় করেছে?
এ বিষয়ে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব বলেন, তিন দিনে চুয়াল্লিশ হাজার ডলার আয় করেছে ‘প্রিয়তমা’ সিনেমাটি।
অফিসিয়াল এক পোস্টে তিনি জানান, হলিউডে সিনেমার পিক সামার মৌসুম হওয়ায় আমেরিকা ও কানাডায় ৭ জুলাই ‘প্রিয়তমা’ সিনেমা ৪২টি হলে মুক্তি পেয়েছে।
কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, সাস্কাটুন, রেজিনা এবং আমেরিকার ভার্জিনিয়া, সাউথ ফ্লোরিডা, পেন্সিল্ভেনিয়ার আপার ডার্বি- ল্যান্সডেল, নিউইয়র্কের বাফেলো, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল লস এঞ্জেলেস, কানেক্টিকাট, ম্যাসাচুসেটসের কোনো থিয়েটারে জায়গা বের করা যায়নি ‘প্রিয়তমা’র জন্য। এ প্রত্যেকটি লোকেশন আমাদের সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ বড় অংকের একটা বক্স অফিস কন্ট্রিবিউশন আসে এসব মার্কেট থেকে।
তারপরও প্রথম ৩ দিনে ‘প্রিয়তমা’ ৪৪ হাজার ডলার গ্রস করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে (এখন পর্যন্ত) চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।
আশা জাগানিয়া বিষয় হল, ৪২টি থিয়েটারের সবগুলোতেই দারুন পারফর্ম করছে সিনেমাটি। নিউইয়র্কে রীতিমত ‘প্রিয়তমা’ ঝড় বইছে। দর্শকের চাপে এ কঠিন সময়েও নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। চারটির জায়গায় সাতটি শো চালিয়েছে একদিনে।
অন্যদিকে কানাডার টরন্টোতেও চলছে ‘প্রিয়তমা’ দেখার উৎসব। এখানে ‘প্রিয়তমা’র এমন দূর্দান্ত সাফল্য একটা বড় ঘটনা।
সবচেয়ে ভালো খবর হচ্ছে, এ সবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে ‘প্রিয়তমা’ সিনেমা।
কানাডা ও আমেরিকার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফের সিনেমা ‘প্রিয়তমা’। এতে বাংলাদেশের কিং খান শকিব অভিনয় করেছেন। তার বিপরীতে ছিল ভারতের ইধিকা পাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।