বিনোদন ডেস্ক : ঈদ শেষ হয়ে গেলেও শেষ হয়নি ‘প্রিয়তমা’ সিনেমা। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ টিকিট বিক্রি করেছে ঢালিউড কিং শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি।
সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্মাতা হিমেল আশরাফ ‘প্রিয়তমা’র চতুর্থ সপ্তাহের গ্রস কালেকশন প্রকাশ করেন।
নির্মাতার পোস্ট থেকে জানা যায়, গেল সপ্তাহে ছবিটির ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।
এছাড়া প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার গ্রস কালেকশন হয়। এবং সবশেষ চতুর্থ সপ্তাহে ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।
মুক্তির দিন থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত ‘প্রিয়তমা’ সিনেমার গ্রস কালেকশন ২৬ কোটি ৯৫ লাখ। এরইমধ্যে ছবিটি ব্যবসায়িকভাবে অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছে।
এদিকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের মন জয় করে ‘প্রিয়তমা’ এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের থিয়েটারে যাচ্ছে এই আগস্টে, এমনটাে জানালেন ঢালিউড কিং শাকিব খান।
এ ছাড়া প্যারিসের থিয়েটারে ‘প্রিয়তমা’ লিখে আরও একটি পোস্ট করেছেন শাকিব খান। সেখানে হল লিস্ট দেয়া হয়েছে।
উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।