বিনোদন ডেস্ক : আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর টু’। গত ১১ আগস্ট সিনেমাটি ভারতের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। অনিল শর্মা পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। চলতি বছরে মুক্তির দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘গদর টু’-এর অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’।
ভারতের পাশাপাশি বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পেয়েছে ‘গদর টু’। ২ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় শত কোটি রুপি ছাড়িয়েছে।
বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘গদর টু’ ভারতে আয় করেছে ৪০.১ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৪৩.০৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৮৩.১৮ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১০০.৮৮ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৫৩ লাখ টাকার বেশি।
আমিশা প্যাটেল ও সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। ২২ বছর আগে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত এই সিনেমা। বলিউডের ইতিহাসে সবচেয়ে হিট সিনেমাগুলোর অন্যতম এটি। দীর্ঘ বিরতির পর নির্মিত হয়েছে ‘গদর টু’। জি স্টুডিও প্রযোজিত এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল।
৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— গৌরব চোপড়া, লাভ সিনহা, মীর সরওয়ার, রোহিত চৌধুরী প্রমুখ। এই সিনেমার গানেও অনেক চমক রয়েছে। উদিতজি, অলকা ইয়াগনিক ছাড়াও অরিজিৎ সিং ‘গদর টু’ সিনেমার জন্য গেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।