প্রথম সপ্তাহে কত আয় করল ‘সুড়ঙ্গ’?

বিনোদন ডেস্ক : ঈদুল আজহার আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর।

‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। মুক্তির প্রথম দিনে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। বিশেষ করে সিনেপ্লেক্সে দর্শক টেনেছে ‘সুড়ঙ্গ’।

মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটির শো বাড়ানো হয়েছে। বলা হচ্ছে, বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে ‘সুড়ঙ্গ’। এই সফলতায় দেশের সব সিনেমাপ্রেমীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘সুড়ঙ্গ’র এমন সফলতায় প্রশ্ন আসে, কত আয় করল সিনেমাটি? মুক্তির প্রথম ৭ দিনে শুধুমাত্র সিনেপ্লেক্সে প্রায় ২.৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এমন দাবিই করছে সিনেমাটির অন্যতম প্রযোজনা সংস্থা চরকি। পাশাপাশি নতুন করে সিনেমার ইতিহাস গড়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের গণ্ডির পেরিয়ে শুক্রবার (৭ জুলাই) অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশো-তমা ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারী প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া।

বলিউড মানেই স্ত’ন আর নি’ত’ম্ব প্রদর্শন : প্রিয়াঙ্কা