বিনোদন ডেস্ক : শুক্রবার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘দেভারা’। যেটি মুক্তির প্রথম দিনেই বাজেটের এক-তৃতীয়াংশ আয় করে ফেলেছে। ছবিতে দক্ষিণী জনপ্রিয় অভিনেতাদের পাশাপাশি অভিনয় করেছেন অনেক বলি তারকারাও। তবে পারিশ্রমিকের দিক থেকে বরাবরের মতই এগিয়ে রয়েছেন দক্ষিণী তারকারা।
বলিপাড়ার সূত্রের খবর, ‘আরআরআর’ ছবিতে অভিনয় করে যেখানে ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জুনিয়র এনটিআর। সেখানে ‘দেভারা’য় অভিনয়ের জন্য ৩৩ শতাংশ বেশি পারিশ্রমিক আদায় করেছেন এই অভিনেতা।
অধিকাংশের দাবি, ‘দেভারা’ ছবিতে অভিনয় করে ৬০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন জুনিয়র এনটিআর।
এদিকে ‘দেভারা’ ছবির হাত ধরে দক্ষিণী ফিল্মজগতে প্রথমবারের মত পা রাখলেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কপূর। জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করেছেন নায়কের চেয়ে ১৪ বছরের ছোট জাহ্নবী।
কানাঘুষো শোনা যায়, এই ছবির জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন জাহ্নবী। তবে সেই পরিমাণ অর্থ তাকে দিতে রাজি ছিলেন না নির্মাতারা। পরবর্তীতে সাড়ে তিন কোটিতে তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হন। ফলে বলাই বাহুল্য, জাহ্নবীর চেয়ে ১৫ গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন জুনিয়র এনটিআর।
জাহ্নবীর মতো ‘দেভারা’ ছবির হাত ধরে দক্ষিণী ফিল্মজগতে পা রেখেছেন বলি অভিনেতা সাইফ আলি খানও। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সাইফকে। বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘দেভারা’ ছবিতে অভিনয় করে ১০ কোটি নিয়েছেন সাইফ।
‘দেভারা’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী তারকা প্রকাশ রাজকে ও মুরলী শর্মাকে। যারা দক্ষিণী ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তাদের পারিশ্রমিক ছিল যথাক্রমে দেড় কোটি টাকা ও ৪০ লক্ষ টাকা।
‘দেভারা’ ছবি তৈরি করতে মোট খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। বক্স অফিস সূত্রে জানা গিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এটি ১৩৫ কোটি রুপি আয় করেছে।- ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।